প্রেসিডেন্ট পদক পেয়েছেন গুলশাখালীর মো. সোলেমান
প্রেসিডেন্ট আনসার পদক লাভ করেছেন লংগদু উপজেলার গুলশাখালীর অধিবাসী ব্যাটালিয়ন আনসার সদস্য মো. সোলেমান। দায়িত্ব পালন কালীন বিভিন্ন সময়ে সাহসী ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ-২০২০ উপলক্ষে অসীম সাহসিকতার জন্য তাকে এ পদকে ভুষিত করা হয় বলে জানা গেছে।
রাজধানীর ধানমন্ডি মডেল থানায় নিয়োজিত আনসার মো. সোলেমান ঠাকুরগাঁওয়ে মোতায়েনরত ১ আনসার ব্যাটালিয়নের সদস্য, তার রেজি নাম্বার ১৯১৪৭০১।
ব্যাটালিয়ন আনসার সোলেমানের বাড়ি গুলশাখালীর আহসানপুর গ্রামে। তার বাবা মো. উসমান আলী হিল আনসার সদস্য, তিনি বর্তমানে রাঙ্গামাটি রিজিয়নে দায়িত্ব পালন করছেন।