parbattanews

প্রেসিডেন্ট পদক পেয়েছেন গুলশাখালীর মো. সোলেমান

প্রেসিডেন্ট আনসার পদক লাভ করেছেন লংগদু উপজেলার গুলশাখালীর অধিবাসী ব্যাটালিয়ন আনসার সদস্য মো. সোলেমান। দায়িত্ব পালন কালীন বিভিন্ন সময়ে সাহসী ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি এ পদক লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ-২০২০ উপলক্ষে অসীম সাহসিকতার জন্য তাকে এ পদকে ভুষিত করা হয় বলে জানা গেছে।

রাজধানীর ধানমন্ডি মডেল  থানায় নিয়োজিত আনসার মো. সোলেমান ঠাকুরগাঁওয়ে মোতায়েনরত ১ আনসার ব্যাটালিয়নের সদস্য, তার রেজি নাম্বার ১৯১৪৭০১।

ব্যাটালিয়ন আনসার সোলেমানের বাড়ি গুলশাখালীর আহসানপুর গ্রামে। তার বাবা মো. উসমান আলী হিল আনসার সদস্য, তিনি বর্তমানে রাঙ্গামাটি রিজিয়নে দায়িত্ব পালন করছেন।

Exit mobile version