প্রয়োজনে সব নেতাদের জেলে পাঠানো হবে: হাছান মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
‘প্রয়োজনে বিরোধী দলের সব নেতাদের জেলে পাঠানো হবে’ উল্লেখ করে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেন, তারা যত হরতাল দেবেন, সরকার তত কঠোর হবে। ফের যদি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে প্রয়োজনে তাদের সব সিনিয়র নেতাদের জেলে পাঠানো হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগ আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করবেন না। আলোচনার দুয়ার খোলা আছে।
হেফাজতে ইসলামের পক্ষ থেকে মাহমুদুর রহমানের মুক্তির দাবী প্রসঙ্গে তিনি আরো বলেন, মাহমুদুর রহমানের মুক্তি দাবি করে তার সঙ্গে র্অথনৈতিক লেনদেন সংক্রান্ত অভিযোগটির সত্যতা প্রমাণ করেছে হেফাজত।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির নেতারা কারাগারে আছেন বলেই অন্যদিনের চেয়ে আজকের হরতালে সহিংসতা কম হয়েছে।
রাজনৈতিক নেতারা চরিত্র হারালে তাদের স্থান কারাগারেই হওয়া উচিত বলেও মনে করেন তিনি।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য দেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল হক রেজা, সহ-সভাপতি এম করিম, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ।