parbattanews

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় কৃতিত্ব দেখাতে হবে: লে. কর্ণেল ফেরদৌস

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় কৃতিত্ব আনতে হবে। কারণ খেলাধুলা মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। এছাড়া নাচ, গান, আবৃতি, অভিনয় ইত্যাদিতে ভালো করতে হবে, কারণ এগুলো প্রগতিশীল চিন্তাধারার বিভিন্ন স্তর।

রোববার (১৫ জুলাই) দীঘিনালা জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপণ উপলক্ষে ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা বাবা-মাকে যেভাবে শ্রদ্ধা করো ঠিক শিক্ষকদেরও সেভাবে শ্রদ্ধা করবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা এবং ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান প্রমূখ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ শিক্ষার্থীদের হাতে ২টি ফুটবল, ২টি ক্রিকেট ব্যাট, ১টি বল, ৬টি স্ট্যাম্প, ১ জোড়া গ্লাভস, ১টি ভলিবল এবং ১টি নেট তুলে দেন।

এর আগে প্রধান অতিথি বিদ্যালয়ে ১টি নারিকেল গাছের চারা রোপন করে বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করেন।

Exit mobile version