parbattanews

ফটিকছড়িতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া পূর্ব বড়ুয়া পাড়ার নিরোধ মাস্টারের দুই নাতি বাড়ির পরিত্যাক্ত পুকুরে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৯ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টার দিকে মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপেশ বড়ুয়ার কনিষ্ঠপুত্র তিন্ময় বড়ুয়া শুভ্র( আড়াই বছর) ও তাঁর ছোট ভাই সুমন বড়ুয়ার পুত্র সার্থক বড়ুয়া (সাড়ে তিন বছর) দু’জনে খেলার ছলে চোখের আঁড়াল হয়ে পুকুরে পড়ে যায়।

হঠাৎ দু’জনকে তাদের পিতা-মাতা ও দাদা-দাদী না দেখে খোঁজতে গিয়ে পুকুরে হাবুডুব খেতে দেখে লাফিয়ে পড়ে তুলে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুর খবর প্রথমে সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়লে নিহতদের পিতা-মাতা ও দাদা-দাদীর আত্মীয়-স্বজন, সহকর্মীরা ছুঁটে আসেন। এদিকে পুত্র শোকে নিহত সার্থক বড়ুয়ার মা জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সকাল ১১টার পর লাশ বাড়িতে আনলে শোকাহত পরিবার ও উপস্থিত সকলের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। ঘরের দু’কক্ষে, দু’টি খাটে দুই শিশু’র মরদেহ দেখে  মূখের ভাষা হারিয়ে ফেলেন অনেকে। বেলা বাড়ার সাথে সাথে শতশত মানুষ শোকাহত পরিবারে এসে সকলে অঝোরে কানানায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।

বেলা ২টায় শিশু দু’টির মরদেহ গোসল করাতে উঠোনে আনলে উপস্থিত সকলের কান্নায় আকাশভারী হয়ে উঠে। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পুকুরের পাশেই দু’জনকে সমাহিত করা হয়।

Exit mobile version