parbattanews

ফলাফল বাতিল করে পুননির্বাচনের দাবি জানিয়েছে খাগড়াছড়ির বিএনপি প্রার্থী

প্রেসবিজ্ঞপ্তি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে ভোট জালিয়াতি ও বিভিন্ন অভিযোগ এনে নির্বাচনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি প্রার্থী মো: শহীদুল ইসলাম ভূইয়া।

বুধবার(২ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, খাগড়াছড়ি আসনে রাষ্ট্রীয় যন্ত্রকে  ব্যবহার করে নির্বাচনের পূর্ব রাতে অধিকাংশ ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কর্মীরা জাল ভোট প্রদান করে। এবং ভোটের দিনেও কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারে।

এছাড়াও নির্বাচনের পর থেকে আ’লীগ কর্মীরা বিএনপির নেতাকর্মীদের উপর হামলা, মামলা, বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, পুড়িয়ে দেওয়া-সহ  বিএনপির নেতাকর্মীদের কাছে মোটা অংকের চাঁদা দাবী করছে বলে অভিযোগ করেন তিনি।

এসব অভিযোগ এনে এর তদন্ত করে অপরাধীদের সুষ্ঠু বিচার ও নির্বাচনের ফলাফল বাতিল করে আবার নির্বাচনের দাবি জানান শহিদুল ইসলাম ভূইয়া।

Exit mobile version