‘ফাঁসির মাধ্যমে ধর্ষণ প্রতিরোধ কতটুকু যৌক্তিক ভেবে দেখতে হবে’
দেশের বিভিন্ন স্থানে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে (সুশাসনের জন্য নাগরিক) সুজন। শনিবার (১০ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন এনজিওকর্মী, সমাজকর্মী, শিক্ষকসহ নারী নেত্রীরা ব্যানার, ফেষ্টুন নিয়ে অংশ নেন।
ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন- ফাঁসির মাধ্যমে ধর্ষণ প্রতিরোধ কতটুকু যৌক্তিক ভেবে দেখতে হবে। এতে নিরপরাধ মানুষও হয়রানি হওয়ার সম্ভাবনা রয়েছে। বক্তারা ধর্ষক ও তার সহায়তাকারীদের সমাজ থেকে বিতাড়িত করার পাশাপাশি দেশের সর্বোচ্চ আইন প্রয়োগের মাধ্যমে নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এসময় তারা দেশে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনরত সকল স্থরের মানুষকে যৌক্তিক দাবিতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
দুর্নীতি প্রতিরোদ কমিটির জেলা সভাপতি অংচ মং মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী, সমাজ কর্মী মাহমুদা আক্তারসহ এনজিওকর্মী ও নারী নেতৃবৃন্দ।