ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মা‌টিরাঙ্গায়

fec-image

পরাজয় দি‌য়ে আ‌র্জেন্টিনার এবারের বিশ্বকা‌প সূচনা হ‌লেও দেশের অন‌্যান‌্য এলাকার মতো ফুটব‌লের সব‌চে‌য়ে বড় আসর কাতার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলা‌দে‌শের পাহাড়ি জনপদ খাগড়াছড়ির মা‌টিরাঙ্গা‌য়।

ম‌্যাচ জ‌য়ের মধ‌্য দি‌য়ে সৌ‌দি আর‌বের ফুটবল বিশ্বকাপ শুরু হ‌লেও মন স‌ন্তোষ নয় এলাকার বে‌শির ভাগ মানু‌ষের। বাংলা‌দে‌শের পতাকার নি‌চে ব্রাজিল- আর্জেন্টিনার পতাকা উড়ছে মা‌টিরাঙ্গার আকাশে। এলাকার বেশিরভাগই ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক।

আর্জেন্টিনা ফুটবল দলকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২২ নভেম্বর) খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সমর্থক‌দের এক ব‌র্ণিল মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। এ‌তে বিপুল উৎসাহ উ‌দ্দীপনা নি‌য়ে ফুটবল প্রেমি শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ ক‌রেন।

প্রিয় দল আর্জেন্টিনার সমর্থকেরা জার্সি পরে বিকেলে মাটিরাঙ্গা পৌরসভা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হ‌য়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক এবং বাইল্যাছড়ি, নতুনপাড়া, ইসলামপুর, মুসলিমপাড়া ঘুরে পুনরায় মাটিরাঙ্গা পৌরসভা চত্বরে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণ সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতেই এই আয়োজন। খেলাধুলা মানুষের মন ও মেধাকে স‌তেজ রা‌খে। সমাজ থে‌কে অ‌নৈ‌তিক কর্মকাণ্ডকে দূরে রাখতে সহায়তা ক‌রে।’

জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ-সভাপ‌তি হাসানুল হক পা‌টোয়ারী (বাছ‌রি) ব‌লেন, ‘ল‌্যা‌টিন ফুটব‌লের ধারক-বাহক আর্জেন্টিনা। নান্দ‌নিক ফুটবল খেলার মাধ‌্য‌মে ক্রীড়া প্রেমীদের মনরঞ্জন কর‌বে।’

শোভাযাত্রা চলাকালে আঁকাবাঁকা পাহাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অগ‌ণিত আর্জেন্টিনা সমর্থক হাত নেড়ে সমর্থন জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উন্মাদনা, ফুটবল বিশ্বকাপ, মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন