parbattanews

ফুলেল শুভেচ্ছায় ঘরে ফিরল পানছড়ির প্রথম করোনা রোগী

পানছড়ি উপজেলার প্রথম করোনা শনাক্ত হরিসাধন পাড়ার রোগী ও তার মা আজ ঘরে ফিরেছে।

দীর্ঘ ২১ দিন স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশনে থাকার পর বৃহস্পতিবার (৪ জুন)সকাল ১১টায় তাকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বিদায় দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা তার হাতে ফুলের তোড়া ও বিভিন্ন রকমের মৌসুমী ফলফলাদি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা, ডা. আরেফীন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শ্যামল চাকমা, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা। তার বিদায় বেলায় ফুলেল শুভেচ্ছা জানায় হাসপাতালের কর্মরত সকল নার্স।

বিদায় বেলায় করোনা জয়ীর অনুভূতি জানাতে চাইলে সে জানায়, খুব সুন্দর মনোরম পরিবেশে ২১ দিন কাটিয়েছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবার দিক দিয়ে হাসপাতালে নির্মিত আইসোলেশন অতুলনীয়। হাসপাতালে কর্মরত সবাই ছিল আন্তরিক।

বিশেষ করে ডা. অনুতোষ চাকমা ও সলিট চাকমা সাহসিকতার সহিত বার বার খোঁজ খবর নিয়েছে। সে এখন সম্পুর্ন সুস্থ ও স্বাভাবিক বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা।

Exit mobile version