parbattanews

ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে সিয়াম-তিশার ‘ফাগুন হাওয়ায়’

বিনোদন ডেস্ক:

ভাষা আন্দোলনের উপর নির্মিত সিয়াম-তিশার ইমপ্রেস টেলিফিল্ম ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাচ্ছে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি। সিনেমাটির পরিচালক তৌকির আহমেদ।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রের মধ্যে নাসির চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও দীপ্তি চরিত্রে অভিনয় করেছেন তিশা। এছাড়া পাকিস্তানি পুলিশ কর্মকর্তা জামশেদ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা ইয়াশপাল শর্মা।

ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’র প্রথম পোস্টার। যেখানে পঞ্চাশের দশকের সাজ সজ্জায় হাজির হয়েছিলেন তিশা ও সিয়াম আহমেদ।

সিনেমাটির পরিচালক তৌকীর আহমেদ জানান, গল্পটি তৈরি হয়েছে ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। ওই সময় বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এর পরিবেনায় রয়েছে অভি কথাচিত্র। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হোসেন আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদ প্রমুখ।

Exit mobile version