ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবসরে সাফজয়ী দলের ফুটবলার আনুচিং

fec-image

সাফ চ্যাম্পিয়নশিপ নারী ফুটবল দলের সদস্য আনুুচিং মগিনির বয়স মাত্র বিশ বছর। তবে এখনই জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আনুচিং মগিনি।

জানা যায়, জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ে ফুটবল খেলাই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করে আনুচিং গণমাধ্যমকে জানিয়েছেন, ‘খেলা ছেড়ে দিয়েছি। আমি আর ফুটবল খেলব না।’

গতকাল (২২ জানুয়ারি) জাতীয় দলের ক্যাম্প থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে খাগড়াছড়িতে নিজের বাড়ি ফিরে গেছেন আনুচিং।

আনুচিং মগিনি আজ সোমবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমকে জানান, সাফ চ্যাম্পিয়নশিপে কোনো ম্যাচ খেলতে না পারা এবং ক্যাম্প থেকে বাদ পড়ার হতাশা থেকেই এমন সিদ্ধান নিয়েছেন।

নারী জাতীয় ফুটবল দলের কোচ গোলাম রব্বানী আনুচিংয়ের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘পারফরম্যান্সের অবনতির কারণে আনুচিংকে আমরা ছেড়ে দিয়েছি। তবে যারাই এভাবে বাদ পড়ে তাদের বলে দেওয়া হয়, ভালো খেলে তুমি আবারও ফিরতে পারবে। এর আগে মারিয়া মান্দাও বাদ পড়েছিল ২০১৫ সালে। তবে পরের বছর দলে ফিরে বাংলাদেশকে সে বয়সভিত্তিক সাফ জিতিয়েছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন