ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে : শিবির সভাপতি

fec-image

শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে কে রাজনীতি করবে কে করবে না, এটা কোন ব্যক্তির ওপর নির্ভর করে না। বিগত সময়ে যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান ছিলেন তিনি আমাদের কথায় কথায় নিষিদ্ধ করতেন। নিষিদ্ধ করতে করতে নিজেরাই মাত্র ৫ দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযানের শুরুতে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১২ জুন) কুমিল্লা মহানগর শাখার আওতাধীন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ভাঙান দেখা দিচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আছে। এটা আপনারা ভুল বুঝবেন না। রাজনৈতিক প্রেক্ষাপটে একেক জায়গায় একেক ধরণের দল মতের ভিন্নতা থাকে। ভিন্ন বয়ান আসবে।

ভিন্ন কথা আসবে। ভিন্নভাবে উপস্থাপন আসবে। তার মানে এই নয় যে ফ্যাসিবাদ বিরোধী ভাঙন হয়ে গেছে। দেখবেন হাসিনা যদি এখনও কোন বক্তব্য দেয় তাহলে দেখবেন সবাই এসে গলায় গলায় এক কাতারে দাঁড়িয়ে যায়। সুতরাং ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে আমরা সবাই এটা প্রত্যাশা করি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক হাফেজ রেজওয়ানুল হক, কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ ও সেক্রেটারি নাজমুল হাসান প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন