বই উৎসব : শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা
বছরের প্রথম দিনে বই উৎসব হিসেবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনহাজ্ব উদ্দীন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুস্মিতা ত্রিপুরা, কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মফিজুর রহমান এবং ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান প্রমূখ।
পরে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ।