parbattanews

লক্ষ্মীছড়িতে বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব

নিজস্ব প্রতিনিধি:

১ জানুয়ারি সারা দেশের মত লক্ষ্মীছড়ি উপজেলায় বই উৎসব পালিত হয়েছে। দিনব্যাপী চলে বই বিতরণ অনুষ্ঠান। লক্ষ্মীছড়ি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্টারগার্টেন স্কুল পর্যায় এ বই বিতরণ করা হয়।

লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো: মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমার সভাপতিত্বে আয়োজিত এ বই বিতরণী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক।

অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আব্দুর রহিম মিয়াজী। এছাড়াও লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ. জব্বার, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মো. মোবারক হোসেনসহ গন্যমাণ্য ব্যক্তিকর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার মান উন্নয়নে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে, নতুন প্রস্তাবিত দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা ও লক্ষ্মীছড়ি কিন্টারগার্টেন স্কুলে বই বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version