parbattanews

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে: পার্বত্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে নেতা হননি। তার আদর্শকে বুকে লালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় একথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, চেয়ারম্যানদের উপজেলার উন্নয়নের জন্য দফতরে দফতরে গিয়ে বরাদ্দ নিয়ে আসতে হবে। সেখানে আমার সহযোগিতা থাকবে।

পার্বত্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রামকে শহরে রূপান্তরিত করা। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করেছে। শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেওয়া হবে। আগামীতে নাইক্ষ্যংছড়ির অবহেলিত প্রতিটি এলাকায় উন্নয়ন হবে।

পার্বত্যমন্ত্রী আরও বলেন, দল মত নির্বিশেষে দেশের উন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। দলের মধ্যে দ্বন্দ্ব দূর করতে হবে। উপজেলা চেয়ারম্যান হওয়া মানে সব কিছু অর্জন হলো তা নয়। বিজয় অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নাইক্ষ্য্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ মন্ত্রীর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, ধুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.হাবিবুল্লাহ প্রমুখ।

Exit mobile version