বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লংগদু মডেল কলেজের উদ্যোগে বৃক্ষ রোপন

fec-image

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদুতে লংগদু মডেল কলেজের উদ্যােগে বৃক্ষ রোপন অভিযান আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬ জুলাই) বিকালে উপজেলার লংগদু মডেল কলেজের শহীদ মিনার কর্ণারে প্রধান অতিথি হিসেবে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার একটি বনজ গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করেন।

এসময় লংগদু মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ, লংগদু প্রেসক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা সহ কলেজের কর্মচারীগন উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এসময় বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে এক কোটি গাছের চারা রোপন কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হচ্ছে। লংগদু মডেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এই বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়ন করায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন