বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) বিকেলে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়।
পরে বিক্ষোভ মিছিলটি দীঘিনালা থানা বাজার প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাহবুব আলম, জীবন চৌধুরী এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফএম আলমগীর প্রমূখ।
সমাবেশে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।