বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বিশেষ প্রার্থনা

fec-image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রূপনগরস্থ সনাতন ছাত্র যুব পরিষদের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর খাগড়াছড়ি জেলা শাখার সহকারি প্রকল্প পরিচালক দিপঙ্কর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অথিতি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী।

দেবব্রত ব্যানার্জির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য্য, লক্ষী  নারায়ন মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, সদস্য অজিত নন্দি, জন্মাষ্টমী উদযাপন পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, সনাতন ছাত্র যুব পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য্য প্রমূখ।

এতে প্রধান অতিথি নির্মলেন্দু চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতায় ঈষান্বিত হয়ে এদেশের পরাজিত শক্তি ও ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ দেশকে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল। তবে বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার মন্দিরের ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা এতে অংশ নেয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতির জনক, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন