parbattanews

বঙ্গবন্ধু আমাদের সোনার বাংলা উপহার দিয়েছেন: বিভীষণ কান্তি দাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাটিরাঙ্গা শুরু হয়েছে ‘মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্ট’।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুজিববর্ষ ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এ সময় মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জুয়েল চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধন কালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও দেশপ্রেমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ভুমিকা রাখবে এ টুর্নামেন্ট। তিনি বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়তে তরুন প্রতিভাবানদের আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন সোনার বাংলা উপহার দিয়েছেন।

দুটি আলাদা গ্রুপে ১৮টি দল নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা মুজিববর্ষের প্রথম দিন আগামী ১৭ মার্চ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক জুয়েল চাকমা।

Exit mobile version