parbattanews

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র সমাপনী

ফুটবল টুর্নামেন্টে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’র সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো, শফি উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের নিকট পুরস্কার বিতরণ করেন।

নির্বাহি কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. কামাল হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, ভারপ্রাপ্ত সধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং শৈ অং মার্মা, সোনাইছড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম আলমগীর, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো কামাল হোছাইন প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ২০১৯-এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাইশারীর আলী মিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয় দল- আশারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ট্রাইবেকারে ৩-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ২০১৯-এ উপজেলা পর্যায়ে বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে লেম্বুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Exit mobile version