parbattanews

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লংগদু চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্টে লংগদু উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। তারা ট্রাইবেকারে রাজস্থলী উপজেলাকে ৫-৩ গোলে পরাজিত করেছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় চিংহ্লামং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে উভয় দল ২-২ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে।

অতিরিক্ত মিনিটে কোন দল গোল করতে না পারায় অবশেষে ট্রাইবেকারে ম্যাচ গড়ায়। লংগদু উপজেলা ট্রাইবেকারে ৫-৩ গোলে রাজস্থলী উপজেলাকে পরাজিত করে।

খেলার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ’র সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তরুণ কান্তি ঘোষ, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক ও  জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য বরুণ কান্তি দেওয়ানসহ জেলা-উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ফুটবল টিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্আপ দলকে ট্রপি প্রধান এবং সেরা খেলায়াড়দের পুরস্কার প্রদান করেন।

গেল ১৪ সেপ্টেম্বর সারাদেশের ন্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন রাঙামাটির ১০টি উপজেলা নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব ১৭ টুর্নামেন্টে শুরু হয়েছিলো। বুধবার বিকেলে লংগদু ও রাজস্থলী উপজেলা ফুটবল দলের ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ টুর্নামেন্টের সমাপ্তির পর্দা নামে।

Exit mobile version