বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না: বীর বাহাদুর

fec-image

পার্বত‌্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণাল‌য়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং এম‌পি ব‌লেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, বঙ্গবন্ধুর কার‌ণেই আজ আমরা নিজের মাতৃভাষা বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের মা‌ঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপল‌ক্ষ্যে বই মেলার উ‌দ্বোধনের সময় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এ কথা ব‌লেন।

এসময় মন্ত্রী আরও বলেন, বই হলো জ্ঞানের ভান্ডার। স্কুল কলেজের পাঠ্য বই‌য়ের পাশাপাশি সকল ছাত্র ছাত্রীদের অন‌্য বইও পড়ার অভ‌্যাস গ‌ড়ে তোলা উ‌চিত ব‌লে তি‌নি জানান।

প‌রে আগত অতিথি ও স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের মা‌ঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বই মেলায় নিজের লেখা বই মেলার জন্য জেলা প্রশাসককে উপহার দেন।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তীবরী‌জির সভাপতিত্বে মেলায় মুখ্য আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান ক্য শৈ হ্লা মার্মা, ডি‌জিএফআই এর অ‌ধিনায়ক লেঃ কর্নেল কাজী নাদির হোসেন, বান্দরবান সদর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. মঈনুল হক, বান্দরবান পু‌লিশ সুপার জেরিন আখতার, সি‌ভিল সার্জন ডা. অংসুইপ্রু মার্মাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উ‌ল্লেখ‌্য, বৃহস্প‌তিবার থে‌কে শুরু হওয়া ৩দিন ব‌্যাপী এ বই মেলায় ৩৩টি ষ্টলের প্রতিটি‌তে বঙ্গবন্ধু সম্পর্কিত বই রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন