parbattanews

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির অজগর অবমুক্ত

ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং অভয়ারণ্য থেকে উদ্ধার হওয়া ১২ফুট লম্বা অজগর

কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের রিংভং অভয়ারণ্য থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতীর কালো রং এর ১২ফুট লম্বা একটি অজগর সাপ ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৫জুন) সকালের দিকে সাফারি পার্কের কর্মকর্তা-কর্মচারীরা অজগর সাপটিকে অজগর বেস্টনিতে অবমুক্ত করেন।

ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, শুক্রবার বিকালে ফাঁসিয়াখালীর অভয়ারণ্যে একটি অজগর সাপ দেখতে পায় বন পাহারাদাররা। ঘটনাটি আমাকে অবহিত করলে আমি তাৎক্ষনিক ভাবে বিষয়টি ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামকে জানায়।

পরে তিনি ও বন কর্মচারীরা অজগর সাপটিকে বিভিন্ন স্থানে খুঁজে উদ্ধার করেছে। বর্তমানে সাপটিকে পার্কের অজগর বেস্টনিতে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

Exit mobile version