parbattanews

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস: একক কাতায় নুমে মারমার গোল্ড মেডেল লাভ

বান্দরবানে শুরু হয়েছে বঙ্গবন্ধু ৯ ম বাংলাদেশ গেমস্ কারাতে প্রতিযোগিতা। সকাল সাড়ে ৯টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান জেলা পরিষদ চত্বরে নবনির্মিত অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় তার সাথে সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক‍্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরিজী, পুলিশ সুপার জেরিন আখতার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় কাতা ও কুমিতে মোট ১৯টি ইভেন্টে দেশের বিভিন্ন জেলার দেড়শ জন পুরুষ নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন। লকডাউনের এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে এই প্রতিযোগিতা শুরু হয়। তিন দিনব্যাপী চলবে এ প্রতিযোগিতা।

সকালে অনুষ্ঠিত একক কাতায় রেডবেল্টে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার প্রতিযোগী নুমে মারমা গোল্ডমেডেল লাভ করেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে মেডেল পরিয়ে দেন।

Exit mobile version