বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক

fec-image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের আহ্বানে বঙ্গভবনে পৌঁছেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তারা রাষ্ট্রপতির বাসভবনে পৌঁছান।

বঙ্গভবনে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনায় বসবেন শিক্ষার্থী প্রতিনিধিরা।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম।

সমন্বয়কদের প্রতিনিধি দলে যারা আছেন-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে পৌঁছেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম, মাহফুজ আব্দুল্লাহ ও নাসির আব্দুল্লাহ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তালাত মাহমুদ রাফি রয়েছেন।

এছাড়া সমন্বয়ক দলের সঙ্গে বঙ্গভবনে আরও যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল ও অধ্যাপক ড. তানজীম উদ্দীন খান। আলোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন