parbattanews

বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশাল আকারের হাঙর

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির হাঙর। বিষ্ময়কর হাঙরটি দেখতে নয়াপাড়া ঘাটে ভীড় জমিয়েছে শত শত মানুষ।

উপস্থিত মানুষের ভাষ্যমতে, ২৫ মণেরও বেশি ওজনের হাঙরটির নাম হচ্ছে ‘সোয়াইন’। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হাঙরটি নুর মোহাম্মদ জেলের জালে ধরা পড়ে।

মাঝি নুর মোহাম্মদ বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে শামলাপুর নয়াপাড়া নৌকার ঘাট থেকে গভীর বঙ্গোপসাগরে প্রতিদিনের ন্যায় মাছ ধরতে গিয়ে হাঙরটির সন্ধান মিলে। কিন্তু আমরা ৫জন মিলেও এই বিশাল আকৃতির হাঙরটি ধরে নৌকায় তুলা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল, অবশেষে হাঙরটিকে জাল দিয়ে ঘিরে দুর্বল করে দড়ির সাহায্যে বেঁধে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং সকালে ঘাটে নৌকা ভিড়িয়ে দিই। তারপর টেনে ডাঙ্গায় তুলি।

অনেক দরকষাকষির পর পরিশেষে হাঙরটির দাম প্রায় ৫০ হাজার টাকা নিশ্চিত করেন নৌকার মালিক নুরুল আলম (৩৫)। হাঙরটি ক্রয় করেছেন শামলাপুরের মাছ ব্যবসায়ী মোহাম্মদ জসিম গং।

Exit mobile version