parbattanews

বছরের শুরুতে সীমিত আকারে রাঙামাটিতে বই বিতরণ

সারাদেশের ন্যায় করোনার মহামারী ঠেকাতে পার্বত্য জেলা রাঙামাটির কিছু কিছু স্কুলে সীমিত আকারে বই বিতরণ করা হয়েছে। শুক্রবার (১জানুয়ারী) সকাল থেকে জেলার স্কুলগুলোতে শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বই প্রদান করা হচ্ছে। মূলত করোনার মহামারী ঠেকাতে এইবার সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতে বই উৎসব পালন করা হচ্ছে না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, রাঙামাটিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ১২৫ জন। শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা ছিলো-৩লাখ ৯৪ হাজার ২২০টি। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি (চাকমা,মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা) শিক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৯১ জন। এইসব শিক্ষার্থীদের জন্য তাদের মাতৃভাষার বইয়ের চাহিদা ছিলো- ৬২ হাজার ৩৯১টি।

তিনি আরও বলেন, চাহিদা অনুযায়ী সবগুলো বই সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। করোনার মহামারী ঠেকাতে কয়েক ধাপে পুরো জেলা জুড়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে এইসব বই প্রদান করা হবে। তবে করোনার জন্য এইবার বই উৎসবের কোন আনুষ্ঠানিকতা পালন করা হয়নি।

Exit mobile version