parbattanews

বনজ সম্পদ রক্ষায় সামাজিক বনায়ন সরকারের যুগান্তকারী পদক্ষেপ

 

উখিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মো. জগলুল হোসেন বলেছেন, অংশিদারিত্ব মূলক সামাজিক বনায়ন পরিবেশের ভারসাম্য সুরক্ষার পাশাপাশি দারিদ্র বিমোচনে বিশাল ভূমিকা পালন করছেন। বনজ সম্পদ রক্ষায় সামাজিক বনায়ন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

সোমবার (৪মার্চ) উখিয়ার ইনানী রেঞ্জের আওতাধীন রাজাপালং বন বিটের জুম্মা পাড়া নামক বাগান এলাকায় দ্বিতীয় আবর্তন সামাজিক বনায়নে অংশিদারদের মাঝে চুক্তিনামা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা, উখিয়া রেঞ্জ কর্মকর্তা কাজী তারিকুর রহমান, ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন, রাজাপালং বিট কর্মকর্তা মো. আমির হোসেন গজনবী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জালিয়া পালং বিট কর্মকর্তা এইচএম জলিলুর রহমান।

উল্লেখ্য ২০ হেক্টর সামাজিক বনায়নের ৫০জন উপকারভোগী পুরুষ ও মহিলা সদস্যদের মাঝে চুক্তি নামা হস্তান্তর করা হয়।

Exit mobile version