parbattanews

বন্যহাতির আক্রমণে বিলাইছড়িতে একজন নিহত

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়িতে নোয়াধন তঞ্চঙ্গ্যা (৩৫) নামের এক ব্যক্তি বন্যহাতির আক্রমণে নিহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ঘুম যেইয়া মুখ পাড়ার বাসিন্দা।

জানা যায়, সোমবার (২০ নভেম্বর) নোয়াধন তঞ্চঙ্গ্যা বাগানে কাজ করতে যায়। কিন্তু দিন শেষে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায়। পরদিন পাড়াবাসী অনেক খোঁজা-খুঁজি করে সন্ধ্যায় তার আঘাতপ্রাপ্ত মৃতদেহ খুঁজে পায়।

পাড়াবাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে একটি বন্য হাতি হিজাছড়ি, ঢেবাছড়ি পেত্যাছড়ি, কাইন্দ্যা, ধনপাতা ও জীবতলীসহ বিভিন্ন জায়গায় লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। হাতিটি কৃষকদের কলা বাগানসহ বিভিন্ন ফল বাগান ও বনজ সম্পত্তি ক্ষতি করে আসছে। শেষ পর্যন্ত হাতিটির আক্রমণে ওই ব্যক্তিকেও মরতে হল।

Exit mobile version