বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৩ বিজিবির শুকনো খাবার বিতরণ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চলমান বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) যামিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ খাবার বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল আলমগির কবির, পিএসসি। বিতরণকৃত খাবারের মধ্যে রয়েছে, মুড়ি, চিড়া, চিনি ও চাল।
উল্লেখ্য, ২৩ বিজিবির অধিনস্থ তবলছড়ি বিওপি কর্তৃক গত ২১ আগস্ট আওতাধীন এলাকায় শুকনা খাবার বিতরণসহ সর্বমোট ৪৬০ জন সুবিধা ভোগির মাঝে এ খাবার ও সহায়তা প্রদান করা হয়।
জোন কমান্ডার লে. কর্নেল আলমগির কবির বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে মানবতায় সেবায় কাজ করছে বিজিবি। আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।