বন্যায় ক্ষতিগ্রস্তদের মা‌ঝে ২৩ বিজিবির শুকনো খাবার বিতরণ

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় চলমান বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্তদের মা‌ঝে শুকনা খাবার বিতরণ ক‌রে‌ছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)।

বৃহস্প‌তিবার (২২ আগস্ট) যা‌মিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ক্ষ‌তিগ্রস্থ পরিবারের মা‌ঝে এ খাবার বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল আলমগির কবির, পিএসসি। বিতরণকৃত খাবারের মধ্যে রয়েছে, মুড়ি, চিড়া, চি‌নি ও চাল।

উল্লেখ্য, ২৩‌ বি‌জি‌বির অ‌ধিনস্থ তবলছড়ি বিওপি কর্তৃক গত ২১ আগস্ট আওতাধীন এলাকায় শুকনা খাবার বিতরণসহ সর্বমোট ৪৬০ জন সুবিধা ভোগির মা‌ঝে এ খাবার ও সহায়তা প্রদান করা হয়।

জোন কমান্ডার লে. কর্নেল আলমগির কবির ব‌লেন, সীমান্ত রক্ষার পাশাপা‌শি পার্বত‌্য চট্টগ্রা‌মে মানবতায় সেবায় কাজ কর‌ছে বি‌জি‌বি। আগামী‌তেও এ ধর‌নের সহায়তা অব‌্যাহত থাক‌বে বলে জানান তি‌নি।

এ সময় বি‌জি‌বির পদস্থ কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন