parbattanews

বন্যায় আরও ৩ জনের মৃত্যু, মোট বেড়ে ৯৫

সারাদেশে বন্যায় আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৫ জন।

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যাবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ জুন) মোট ৯২ জন মৃত্যুর কথা জানায় অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর বলছে, মোটা মারা যাওয়াদের মধ্যে সিলেট বিভাগেই রয়েছেন ৫৬ জন এবং ৩৩ জন ময়মনসিংহ বিভাগের। গত ১৭ মে থেকে মারা যাওয়া ব্যক্তিদের এই পরিসংখ্যান জানাচ্ছে অধিদফতর।

বিবৃতিতে বলা হয়, বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৪ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৬৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৫ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ৬ জন, নেত্রকোনায় ১১ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে ৭ জন, কুড়িগ্রামে ৪ জন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।

Exit mobile version