parbattanews

বন্যায় পানিবন্দি ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে লংগদু সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে খাদ্য ও চিকিৎসকা সেবা প্রদান

নিজম্ব প্রতিনিধি:

সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যায় লংগদু উপজেলা এবং বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

শুধুমাত্র খেদারমারা ইউনিয়নের দুরছরি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১১৯টি। এর মধ্যে ৬টি পরিবার দু’টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে লংগদু সেনা জোন কর্তৃক বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ইতি মধ্যে ৬টি পরিবারকে শুকনা খাবার এবং ১১০টি পরিবারকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আশাফাকের নেতৃত্বে পানিবন্দীদের দারে দারে গিয়ে এ সেবা দেয়া হচ্ছে।

জানা যায় পর্যায়ক্রমে সবগুলি পরিবারকে চিকিৎসা সেবা দেয়া হবে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

Exit mobile version