বন্যা পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত সেনাবাহিনী পাশে থাকবে: জোন কমান্ডার

fec-image

বান্দরবানে পানিবন্দী হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মাঝে খাবার পৌছে দিলেন সেনাবাহিনী। শনিবার (৩১জুলাই) জেলা সদরে বালিকা উচ্চ বিদ্যালয় এবং উজানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন পাড়া থেকে আসা ২৫০ জন নারী পুরুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

এরআগে গত ২৬ জুলাই থেকে ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের কালাঘাটা, আর্মিপাড়া, মেম্বারপাড়া, বনানী স মিল, ইসলামপুর, বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার ২ হাজারের অধিক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন। এ অবস্থায় সেনাবাহিনী এসব মানুষের সহায়তা এগিয়ে এসেছে।

বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি বলেন,‘চলমান ভারী বর্ষণে নিজের বাড়ীঘর ছেড়ে আপনারা যে কষ্টে রয়েছেন আমরা তা অনুভব করতে পারছি। এই পরিস্থিতি কাটিয়ে না ওঠা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে থাকবে।

এসময়ে করোনা পরিস্থিতির কথা সবাইকে মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সবাইকে পানিবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকার উপদেশ দেন তিনি। ‘এছাড়া এই মানবিক সহায়তা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন