parbattanews

বরকলে কমিউনিটি পুলিশিং সভা

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’- এ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮অক্টোবর) সকালে বরকল বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মফজল আহম্মদ খান।

থানার উপ পরির্দশক (এসআই) মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় আইমাছড়া ইউনিয়ন পরিষদের মেম্বার মো. মিজানুর রহমান, বরকল উপজেলা প্রেসক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা, ভুষণছড়া ফারুকী আযম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন, ভুষণছড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মো. জাফর ইকবাল, বড়হরিণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা।

বক্তারা বলেন- পুলিশ ও জনতার মধ্যে এক সময় দুরত্ব ছিল। কমিউনিটি পুলিশিং ফোরাম করার কারনে সেই দুরত্ব দুর করা সম্ভব হয়েছে। আজ কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে সন্ত্রাস জঙ্গি দমন মাদক দ্রব্য নিয়ন্ত্রনসহ আইন শৃখলা পরিস্থিতির উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

Exit mobile version