parbattanews

বরকলে জেএসএস-জেএসএস সংস্কারের গোলাগুলি, ছোড়া হলো গ্রেনেডও

রাঙামাটির বরকল উপজেলায় সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএস এবং জেএসএস সংস্কার’র সশস্ত্র সদস্যরা এলাকা নিয়ন্ত্রণ নিতে বন্ধুকযুদ্ধে লিপ্ত হয়েছে। শুক্রবার (০১নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সুবলং বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে বরকল উপজেলার সুবলং বাজারে সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএস এবং জেএসএস সংস্কার গ্রুপের সশস্ত্র সদস্যরা চাঁদা আদায়ের লক্ষ্যে এলাকা নিয়ন্ত্রণ নিতে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এছাড়া বড় হামলার লক্ষ্যে একটি গ্রেনেডও নিক্ষেপ করা হয়। তবে গ্রেনেডটি বিষ্ফোরিত হয়নি। কোন গ্রুপ গ্রেনেডটি নিক্ষেপ করেছে তা জানা যায়নি।

তবে এ হামলা বিষয়ে কথা বলতে নারাজ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিদ্রোহী গ্রুপ এমএন লারমা অর্থাৎ সংষ্কারপন্থি নেতারা।

ঘটনার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এব্যাপারে রাঙামাটি অতিরিক্তি পুলিশ সুপার ছুফি উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

Exit mobile version