বরকলে ৫ মৃত্যু ছিলো স্বাভাবিক
রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দুর্গম চান্দবী ঘাট গ্রামে ৫ মৃত্যুকে স্বাভাবিক বলছে চিকিৎসকরা।
শনিবার (২৩ মার্চ) এমন তথ্য নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর।
তিনি বলেন, যারা মারা গেছেন তাদের সকলের মৃত্যু স্বাভাবিক ছিলো। মারা যাওয়া ব্যক্তিরা কেউ লিভার, কিডনি ও প্যারালাইসিসজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। বর্তমানে যারা অসুস্থ্ তাদের চিকিৎসা প্রদান করা হয়েছে। মূলত ঋতু চক্র পরিবর্তনের কারণে অসুস্থ্, সর্দি, কার্শিতে ভুগছিলেন। যারা মারা যান তারা মূলত পাহাড়ি কবিরাজি চিকিৎসার লতা পাতা সিদ্ধ করে খাওয়ার ফলে এ সমস্যায় পড়েছিলো।
উল্লেখ্য, এর আগে গত জানুয়ারি থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত বরকলে জ্বর, রক্তবমি ও পেটব্যথায় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরপর গত ২১মার্চ একটি মেডিকেল টিম আক্রান্তদের চিকিৎসা দিতে ঘটনাস্থলে যান।