parbattanews

বরকলে ৫ রাউন্ড গুলিসহ ১টি এলজি উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী বড়হরিণা মুখ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড গুলিসহ ১টি এলজি উদ্ধার করেছে ছোট হরিণা ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) টহল দল।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলার সীমান্তবর্তী বড়হরিণা মুখ বিজিবি’র বিওপি ক্যাম্পের ঘাটে দেশিয় ইঞ্জিন চালিত বোটে তল্লাসী চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে ছোটহরিণা ১২ বিজিবি’র জোন কমান্ডার লে. কর্ণেল দেবাশীষ নারায়ন পাল জানান, সীমান্ত থেকে ছোট হরিণা বাজারের দিকে আসা একটি ট্রলার বোট বড় হরিণা বিওপি ক্যাম্পের ঘাটে আসলে তল্লাসী করা হবে টের পেয়ে বোটে থাকা লোক গুলো বোট ফেলে রেখে পালিয়ে যায়। তাদের কে ধরা সম্ভব হয়নি। লোকদের ধরতে না পারলেও বোট তল্লাসী করে ৫ রাউন্ড গুলিসহ একটি ভারতীয় তৈরি এলজি পাওয়া যায়।

বরকল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক ৫ রাউন্ড গুলি ও ১টি এলজি উদ্ধার করে। তবে এখনও থানায় হস্তান্তর করা হয়নি।

Exit mobile version