বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী।এই উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয় জেলা যুবলীগ। সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং র্যালির মধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
পরে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির স্মরণে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন বান্দরবান জেলা যুবলীগের আহ্বায়ক কেলুমং মারমা, যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা মো: আজম, মিন্টু বড়ুয়া, মংসিং হাই মারমা, মো: আকবর, মো: সাইফুল ইসলাম সনেট”সহ জেলা উপজেলা ও নেতৃবৃন্দরা।
এদিকে জেলা সদর ছাড়াও উপজেলা পর্যায়েও স্বঃস্স্ফূর্তভাবে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়।