মিডিয়া পার্টনার বাংলাভিশন

বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

fec-image

রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট সূচনার মধ্য দিয়ে সরব হয়ে উঠেছে খাগড়াছড়ির ক্রীড়াঅঙ্গন। ফুটলবল প্রেমি-খেলোয়াড়দের মাঝে ফিরলো প্রাণ চাঞ্চল্য। সেনাবাহিনী স্থানীয় যুবকদের ক্রীড়ার মাধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত যুব সমাজ তৈরীর লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। তাই খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শক।

“গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এ স্লোগানকে সামনে রেখে শনিবার পড়ন্ত বিকালে বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে শুরু হয়েছে রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের উত্তেজনাকে আরো বাড়িয়ে দেয়। এমন আয়োজন অব্যাহত রাখার দাবী দর্শকদের।

টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৭টি সেনা জোন নিয়ে এ টুর্নামেন্ট। আগামী ৩ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট ঘিরে পুরো খাগড়াছড়ি শহর এখন উৎসবের জনপদে পরিণত হয়েছে। স্টেডিয়াম থেকে শুরু করে শহর জুড়ে ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। প্রথম খেলায় খাগড়াছড়ি সদর জোন ৩-১ গোলে মারিশ্যা জোনকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নিখিল দে। দুই সহকারী রেফারি ছিলেন, মো. জাহিদ ও সাচিংনু মারমা। ম্যাচ কমিশনার ছিলেন তুহিন কুমার দে। সেনাবাহিনীর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে খাগড়াছড়ির রাজনৈতিক নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়া বলেন, খেলাধুলা সুস্থ সংস্কৃতরি বিকাশে সহায়তা করে, খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট পাহাড়ের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে আলো ছড়াবে।

টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, এ পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন আরো সু-দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খেলা উপভোগ করতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিল। খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল শ্যামল বাংলা মিডিয়া লিমিটেডের বাংলাভিশন মিডিয়া পার্টনার।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন