বর্ণিল আয়োজনে রাঙামাটিতে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা

fec-image

বর্ণিল আয়োজনে রাঙামাটিতে পাহাড়ের তিন স্বর্ণকন্যা সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের এই তিন কন্যাকে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।

সকালে ঋতুপর্ণা, রূপনা এবং মণিকাকে কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে এবং মোটর শোভাযাত্রা যোগে রাঙামাটি শহর প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয়।

এরপর আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে জেলার এ তিন কৃতি ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক লাখ টাকা করে ও রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ অন্যরা সন্মানার চেক ও ক্রেস্ট তুলে দেন।

পরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ জেলা সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয়। এ ছাড়াও ফিফার রেফারি ও রাঙামাটির কৃতী সস্তানন জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়।

গত ৩১ অক্টোবর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ।

ফাইনালে মনিকা ও ঋতুপর্ণা চাকমা দুই গোলে করে এ অর্জনে বড় অবদান রাখেন। পাশাপাশি পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যে সেরা খেলোয়াড় ঋতুপর্ণা এবং রূপনা চাকমা সেরা গোলরক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। তারা তিনজনই রাঙামাটির মেয়ে এবং জাতীয় দলের হয়ে নিয়মিত ফুটবল খেলছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন