বর্ণিল আয়োজনে লক্ষীছড়িতে ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কেক কাটা, বিশেষ মোনাজাত, পতাকা উত্তোলন, প্রীতিভোজসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের দায়িত্বে নিয়োজিত ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) দুপুরে লক্ষীছড়ি জোন সদরে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জোন অধিনায়ক লে: কর্ণেল জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে, ডিজি এফ আই ডেট কমান্ডার কর্ণেল. নাজিম উদ্দিন, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন, লক্ষ্মীছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীরসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পার্বত্য এলাকায় সেনাবাহিনী সম্প্রীতির মেলবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে মন্তব্য করে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান বলেছেন,পার্বত্য এলাকায় কিছু দুষ্ট মানুষ রয়েছে। তাদের নিধনে নিরাপত্তাবাহিনীসহ সকলে সচেতন আছে। পাহাড়ের উন্নয়ন ও শান্তি চুক্তি বাস্তবায়নে সকলে মিলেমিশে কাজ করতে হবে।
এর আগে আমন্ত্রিত অতিথিগণ অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল জাহাঙ্গির আলম। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।
দিবসটি উপলক্ষে সকালে পতাকা উত্তোলন, বিশেষ মোনাজাত, জোনের পক্ষ হতে গরীব, অসহায় দুস্থদের মাঝে অনুদান বিতরণসহ দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়।