parbattanews

বর্তমান সরকার ক্রীড়াবান্ধব

ramu-news-pic-reaz-25-dec-2016-02

রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ইউনুচ ভূট্টো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬-১৭ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই খেলাধুলার ব্যাপক উন্নতি হয়েছে। রামুর বিভিন্ন উন্নয়নের সাথে ক্রীড়া ক্ষেত্রেও উন্নয়নের ছোঁয়া লেগেছে।

রবিবার ২৫ ডিসেম্বর বিকাল ৩টায় দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়া মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুচ ভূট্টোর সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য চেয়ারম্যান শামসুল আলম, নুরুল হক কোম্পানী, গর্জনিয়া চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল্লাহ বিদ্যুৎ মেম্বার, ঝিলংজা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা কুদুরত উল্লাহ সিকদারসহ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শিক্ষক জামাল হোছাইন চৌধুরী।

উদ্বোধনী খেলায় বৃহত্তর দক্ষিণ মিঠাছড়ি একাদশ ৪-০ গোলে উখিয়া ইনানী শারমিন আরিয়ান ফুটবল একাদশকে হারিয়েছে।

Exit mobile version