parbattanews

বর্তমান সরকার দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে

উখিয়া প্রতিনিধি:

উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্জ আব্দুর রহমান বদি বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকার দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবার গুলো খাদ্য সহয়তা প্রদান করে যাচ্ছে। শুধু তাই নয় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতাসহ মা’দের গর্ভ কালীন ভাতা পযর্ন্ত  চালু করেছে।

সাংসদ বদি উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে ও দরিদ্র নামক অভিশাপ নির্মুল করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার(১৭এপ্রিল)উখিয়ার রত্মা পালং ইউনিয়ন পরিষদে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রত্মা পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান শাহ্ আলম, জালিয়া পালং ইউপি চেয়ারম্যান নুরুল  আমিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের নেতা আবুল মনছুর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, রত্মা পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেম্বার আছহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাস্টার আব্দুল জলিল ও মেম্বার আব্দুল গফুর সওদাগর। এ সময় সাংসদ বদির স্ত্রী শাহিনা আক্তার সহ প্রসাশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে রত্মা পালং ইউনিয়নের ২১ শত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়াও রত্মা পালং বৌদ্ব মন্দির সড়কের কার্পেটিং এর কাজ উদ্বোধন করেন সাংসদ বদি।

Exit mobile version