parbattanews

বর্ষণের ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি

কাপ্তাই লেকের পানি বৃদ্বি পাচ্ছে

এক সপ্তাহ যাবৎ প্রবল বর্ষণের ফলে দেশের পরিকল্পিত বৃহৎ হ্রদ কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। গত দু’মাস যাবৎ প্রচন্ড ক্ষরার কারনে কাপ্তাই হ্রদ শুকিয়ে যাওয়ায় প্রায় ৬টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।এ সময়  সকল ধরনের ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। লক্ষ লক্ষ খেটে খাওয়া এবং কর্মজীবি লোকজন বেকার হয়ে পড়ে। সরকার কোটি টাকার রাজস্ব হতে বঞ্চিত হয়।

দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রটি এ কাপ্তাই লেকের পানির ওপর নির্ভর করে উৎপাদন করা হয়ে থাকে। গত দু‘মাস যাবৎ পানি শুন্যতার ফলে বিদ্যুৎ উৎপাদন ছিল একেবারে নামমাত্র।

কাপ্তাই ভোট মালিক সমিতির সম্পাদক মোঃ ইদ্রিছ জানান, গেল দু’মাস ধরে কাপ্তাই লেকে পানি শুণ্যতার ফলে সকল ধরনের নৌযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আমাদের ব্যবসা-বাণিজ্য স্থবিরতা নেমে আসে । পাশাপাশি আমরা বেকার হয়ে পড়ি। চলতি এক সপ্তাহ যাবৎ বৃষ্টিপাত হওয়ার দরুন কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাচ্ছে। আবার আমরা নতুন ভাবে নৌযোগাযোগসহ ব্যবসা-বাণিজ্য ফিরে যেতে পারব।

Exit mobile version