বলিউড থেকে নির্মিত হবে সাকিব আল হাসানের সিনেমা
তারকাদের বায়োপিক নতুন কিছু নয়। নানা অঙ্গনের অনেক তারকার জীবনই উঠে এসেছে সিনেমার পর্দায়। আর জীবনের গল্পটা যদি হয় ক্রিকেট তারকার তবে এই উপমহাদেশে দর্শকের অভাব হয় না। সেই প্রমাণ দেয় ভারতের আজহারউদ্দীন, শচিন টেন্ডুলকার, মাহেন্দ্র সিং ধোনির বায়োপিকের সাফল্য।
সেই ধারাবাহিকতায় এবার দেখা যাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা। সাকিব নিজেই এই তথ্য জানিয়েছেন গত ২০ মার্চ রাতে এক ফেসবুক লাইভে এসে।
বিশ্বসেরা অলরাউন্ডার বায়োপিকের ব্যাপারে কথা বলেন। শুধু তাই নয়, করোনার প্রভাব না থাকলে এতদিনে সিনেমাটির কাজও শুরু হয়ে যেত বলে জানান সাকিব।
ছবিটি বাংলাদেশ থেকে নয়, নির্মিত হবে মুম্বাই অর্থাৎ বলিউড থেকে। আন্তর্জাতিক মান বজায় রেখে এ ছবিটি নির্মাণ করবেন বলিউডেরই কোনো নামি পরিচালক। তবে সাকিবের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের কোনো অভিনেতাকেই।
ছবিতে মাগুরার ছেলে সাকিব আল হাসানের বিশ্বসেরা ক্রিকেটার হওয়ার গল্প ফুটে উঠবে। থাকবে নানা বাঁক ও উত্থান-পতনের গল্প।