বান্দরবান পৌর নির্বাচন:

বহিরাগতরা গন্ডগোল করতে পারেন, আশঙ্কা বিএনপি প্রার্থীর

fec-image

আগামীকাল রবিবার অনুষ্ঠিতব্য বান্দরবান পৌর নির্বাচন উপলক্ষে বহিরাগতদের জড়ো করার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা। সরকার দলীয় নৌকা প্রার্থীর পক্ষে বহিরাগতরা বিভিন্ন হোটেল ও বাসাবাড়িতে অবস্থান নিয়ে ‘কেন্দ্রে গন্ডগোল’ করতে পারেন এমন আশঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি আরও বলেন, সুন্দরভাবে প্রচার-প্রচারণা শেষ করতে পারলেও বহিরাগতদের নিয়ে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক রয়েছে। এজন্য তিনি ভোটের দিন পর্যটন স্পট বন্ধসহ তিনটি দাবি জানিয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তিনি সন্তুষমূলক জবাব পাননি। ভোটাররা যাতে আতঙ্কিত না হন প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি প্রার্থী জাবেদ রেজা।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যা মা চিং, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, এডভোকেট কাজী মহতুল হোসেন, এডভোকেট মোহাম্মদ আলমগীর, মং শৈম্রাই মারমা, আবিদুর রহমান, রিটন বিশ্বাস, চনু মং মারমা, আবু বক্কর, শাহাদাত হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আশঙ্কা, গণ্ডগোল, বহিরাগতরা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন