বাংলাদেশী কাঠুরিয়াকে ধরে নেয়ার ঘটনায় মিয়ানমার সীমান্তে উত্তেজনা


বাংলাদেশী কাঠুরিয়াকে সীমান্ত চৌকি নিয়ন্ত্রণ নেয়া মিয়ানমার বিদ্রোহী আরাকান আর্মি কতৃর্ক ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। সীমান্তের লোকজন দফায় দফায় মিটিং করে ঘটনার পর থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বিজিবি নানা তৎপরতা চালাচ্ছে তাকে ফেরত আনতে।
পক্ষান্তরে বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্ণেল কপিল উদ্দিন কায়েস বলেছেন, ঘটনাটি জানার পর থেকে নিজ অবস্থান থেকে তাকে ফেরৎ আনতে নানা তৎপরতা চালাচ্ছে বিজিবি। যেহেতু দুই দেশের বিষয় সুতারাং সহজেই এটি শেষ হচ্ছে না।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শামশুল আলম বলেন, গত ১০ এপ্রিল সোমবার সকালে বাগান পাহারাদার ও কাঠুরিয়া মুফিজুর রহমান (২৭) কে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। একদল কাঠুরিয়ার সামনেই তাকে ধরে নিয়ে যায় তারা। বর্তমানে তার পরিবারের মাঝে চরম অশান্তি বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলাম চৌধুরী এ প্রতিবেদককে বলেন, বিষয় তিনি জানলেও আনুষ্ঠানিকভাবে তার বলা ঠিক হবে না। তবে এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত অভিযোগ করতে ভূক্তভোগীকে পরামর্শ দেন তিনি।