parbattanews

বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, বাংলাদেশে উন্নয়ন, সমৃদ্ধ সবকিছুর জন্য প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। এক সময় পিছিয়ে পড়া পার্বত্যাঞ্চল বর্তমানে পিছিয়ে নেই। পার্ব্যাঞ্চলে আওয়ামী লীগ সরকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তা-ঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি সবকিছু স্থাপন করে দিয়েছে। যা অতীতের কোন সরকার করে দেয়নি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়নের সাক্রাছড়ি উচ্চবিদ্যালয় মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প- ২য় পর্যায়’’ শীর্ষক প্রকল্পের আওতায় সোলার হোম সিস্টেম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকাগুলোতে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সোলার বিতরণ করছে। সারাদেশে বিদ্যুতের আলো পৌঁছে দিতে ৫৬৫ কোটি টাকা ব্যয় করেছে। সামনে এক হাজার কোটি টাকা বরাদ্ধ দেওয়া হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রোশায়দুল মাওলা, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা।

এদিকে দুপুরে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, সাবেক্ষং ইউনিয়নের রিঝিবিল পাড়ায় ব্রিজ ও রাস্তা নির্মাণ বাবদ মোট ৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় প্রকল্প কাজের উদ্বোধন করেন। মন্ত্রী আগামী দু’দিন রাঙামাটি জেলায় অবস্থান করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

নিউজটি ভিডিওতে পড়ুন:

রাঙামাটির কাপ্তাইয়ে সোলার হোম সিস্টেম বিতরণ করলেন পার্বত্যমন্ত্রী

Exit mobile version