বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে : তারেক রহমান

fec-image

বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের গণতন্ত্রের গতিরোধ করা হয়েছে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক একইভাবে পরবর্তীতে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ হয়েছেন, আত্মহুতি দিয়েছেন। বহু হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে পঙ্গুত্ববরণ করেছেন।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহিদ ও ক্ষতিগ্রস্তদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে গড়তে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই-আন্দোলনের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতন প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘বেশি দিন হয়নি—এক বছরও হয়নি জুলাই-আগস্টের আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাব কিভাবে পলাতক স্বৈরাচার মানুষকে হত্যা করেছিল। হাজারো মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। জাতিসংঘের হিসাব মতে ৬৬ জন শিশুকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান।’

তারেক রহমান বলেন, ‘আমরা যারা বেঁচে আছি, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছেন, তাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারি, সেই রহমত যেন দান করেন—এ জন্য আল্লাহর দরবারে আমরা হাত তুলি। জিয়াউর রহমানসহ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ সবার রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন