বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি পুনরুজ্জীবিত হবে: অধীর

fec-image

বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার মূল শক্তি—হিন্দু ও মুসলমানদের ঐক্য—পুনরায় উজ্জীবিত হবে। সেখানকার সাধারণ মানুষ শান্তি ও সমৃদ্ধির পথে ফিরে আসবে।

ধীর চৌধুরী বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ কখনোই দেশের অশান্তি চায় না। তাদের মধ্যে ভারতীয়দের প্রতি এক গভীর বন্ধুত্ব রয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অধীর চৌধুরী বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ চায় না, তাদের দেশে অশান্তি বাড়ুক। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক অনেক শক্তিশালী। আমাদের একাত্মতা রয়েছে। আমরা বিশ্বাস করি দুই দেশের জনগণের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ একে অপরের প্রতিবেশী দেশ। আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। ভারত সরকারের উচিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সকল দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করা। যাতে আমাদের যৌথ দৃষ্টি নিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা করা যায়।

ধীর চৌধুরী পাকিস্তান ও চিনের ভূমিকা নিয়ে বলেন, যতটা না পাকিস্তান ও চিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়। তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ তার নিজস্ব পথ চলবে। জনগণ মিলে দেশের পরিস্থিতি বদলে দেবে। এ পরিস্থিতি সাময়িক ও শেষপর্যন্ত বাংলাদেশই তার ভবিষ্যৎ রচনা করবে।

তিনি বলেন, বাংলাদেশ তার স্বাধীনতার মূল চেতনায় ফিরে যাবে। পাকিস্তান ও চিনের প্ররোচনা বাংলাদেশের মানুষের হৃদয়ে কোনো দাগ ফেলতে পারবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন